তিন নম্বরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ইনিংস। সেঞ্চুরিও পেয়েছেন। কিন্তু শুভমান গিলের স্টেপ আউট বন্ধ হয়ে গিয়েছিল গিলের। ধর্মশালার ইনিংসে ফের স্টেপ আউট করেছেন গিল। তা দেখে খুশি তাঁর বাবা ও প্রথম কোচ লখবিন্দর গিল।
গত ১২ ইনিংসে হাফসেঞ্চুরি পাননি। স্বকীয় মেজাজে খেলতে পারছিলেন না বলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন। ভাইজ্যাগ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের অভিষেক সেঞ্চুরি করেন শুভমান গিল। ধর্মশালায় এল দ্বিতীয় সেঞ্চুরি। কিন্তু তাঁর স্টেপ আউট ফিরেছে বলে খুশি শুভমান গিল।
সংবাদ সংস্থা পিটিআই-কে লখবিন্দর সিং বলেন, "স্টেপিং আউট অনেক পার্থক্য তৈরি করে দেয়। প্রতিপক্ষকে চাপ তৈরি করে।"