দশে দশ! এক ইনিংসে প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন এক তরুণ ক্রিকেটার। শুধু তাই নয়। সঙ্গে রয়েছে হ্যাটট্রিকও। কোচবিহার ট্রফিতে এহেন পারফরম্যান্স করে নজর কেড়েছেন বিহারের সুমন কুমার। অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে পাটনার মৈন-উল হক স্টেডিয়ামে বিহার এবং রাজস্থানের মধ্যে কোচবিহার ট্রফির ম্যাচ চলছিল। ওই ম্যাচেই ইতিহাস লিখে ফেললেন স্পিনার সুমন কুমার।
বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা সুমন কুমার। তিনি বাঁ হাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার মতো তাঁর বোলিং অ্যাকশন নয়। কিন্তু তাঁর অনুপ্রেরণা টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সেই কারণেই সতীর্থরা সুমনকে 'জাড্ডু' বলেই ডাকেন। বিহারের সমস্তিপুরের এই 'জাড্ডু'ই টেন অন টেনের পারফেক্ট রেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।
সব মিলিয়ে সুমন এক ইনিংসে বোলিং করেছেন ৩৩.৫ ওভার। এর মধ্যে ১০টিই মেডেন। সুমনের ইকোনমি রেট ১.৫৭। সুমন ১০টি উইকেট নিলেও বিহার বনাম রাজস্থানের ম্যাচটি অমীমাংসিতই রয়েছে। তবে প্রথম ইনিংসে লিডের সুবাদে তিন উইকেট পেয়েছে বিহার। চলতি মরশুমে এখনও পর্যন্ত ২২টি উইকেট নিয়েছেন সুমন।
টুর্নামেন্টের ইতিহাসে সুমনই প্রথম বোলার যিনি এক ইনিংসে হ্যাটট্রিক-সহ ১০ উইকেটের নজির তৈরি করেছেন। এর আগে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক করেননি কোনও বোলারই। তবে, প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাস এক ইনিংসে ১০ উইকেট নেওয়া নজির কিন্তু এই প্রথম নয়।
চলতি বছর রঞ্জিতেই সর্বশেষ এই নজির গড়েছেন অংশুল কম্বোজ। একটি ইনিংসে কেরলের বিরুদ্ধে ১০টি উইকেট নিয়েছেন অংশুল। দিয়েছিলেন মাত্র ৪৯ রান। একই বছর ফের এই একই রেকর্ড গড়লেন বিহারের তরুণ ক্রিকেটার সুমন কুমার। তবে, ঘরোয়া ক্রিকেটে প্রথম এই নজির তৈরি করেছিলেন সুভাষ গুপ্তে। আর কে কে রয়েছেন এই তালিকায়?
প্রথম শ্রেণির ক্রিকেটে ১ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন কোন কোন ভারতীয়?
১৯৫৪/১৯৫৫ সালে প্রথম এই রেকর্ড গড়েন সুভাষ গুপ্তে। ৭৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস এবং ভাওয়ালপুর একাদশে।
পরের বছরই এই রেকর্ড গড়েন প্রেমাংশু চট্টোপাধ্যায়। ১৯৫৫/১৯৫৬ সালে মোট ২০ রানে ১০ উইকেট নিয়েছিলেন বাংলা বনাম অসম ম্যাচে।
১৯৮৫/১৯৮৬ সালে রাজস্থান বনাম বিদর্ভ ম্যাচে ৭৮ রান দিয়ে ১০ উইকেট তোলেন ভারতীয় ক্রিকেটার প্রদীপ সুন্দরম।
চতুর্থ রেকর্ডটি গড়েন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। তিনি ১৯৯৯ সালে দিল্লি টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭৪ রান দিয়ে ১০টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
২০০০/২০০১ সালে এই রেকর্ড গড়েন দেবাশিস মোহান্তি। মোট ৪৬ রানে ১০ উইকেট তুলে নেন ইস্ট জোন বনাম সাউথ জোন ম্যাচে।
সর্বশেষ এই রেকর্ড গড়েছিলেন অংশুল কম্বোজ। চলতি রঞ্জি ট্রফিতে ৪৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন হরিয়ানা বনাম কেরল ম্যাচে।
ভারতীয় নন এমন দুই ক্রিকেটারের ঝুলিতেও কিন্তু টেস্টে ক্রিকেটে এই নজির গড়ার রেকর্ড রয়েছে।
ভারতীয়দের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে ১০টা উইকেট নেওয়ার নজির রয়েছে ইংল্যান্ডের জিম লেকারের। তিনিই প্রথম এই রেকর্ড গড়েছিলেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যানচেস্টারে ৫৩ রানে দশ উইকেট নিয়েছিলেন তিনি।
এরপর মুম্বইয়ের মাটিতে এই রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন তিনি।