আইপিএলের পঞ্চম ম্যাচে রবিবার মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলের সবথেকে বড় রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে এটাই, এমনটাই মত বিশেষজ্ঞদের। ম্যাচটি হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের গত বছরটা একেবারেই ভালো যায়নি। দশম স্থানে শেষ করতে হয়েছিল রোহিত শর্মার দলকে। এবারে চিত্রটা বদলানোর জন্য মরিয়া তাঁরা। অন্যদিকে, আইপিএল ট্রফি এখনও অধরা আরসিবি-র। তাই প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।
তবে, পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে মুম্বই। এর আগে মোট ৩২-বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে মুম্বই জিতেছে ১৯ বার। আরসিবি-র জয় ১৩টি ম্যাচে।
ব্যাঙ্গালোরের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। ফাফ দু'প্লেসি, বিরাট কোহলিদের দল সেই পিচ থেকে কতটা ফায়দা তুলতে পারে, এখন সেটাই দেখার।