আইপিএলের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু সিং। কেকেআরের এই বাঁ-হাতি তারকা একাই টিমকে টানছেন। দলকে জেতাচ্ছেন। এবার তাঁর জন্য পরামর্শ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের। জানালেন, কীভাবে খ্যাতি, যশ সামলে এগিয়ে যেতে হবে রিঙ্কুকে।
গাভাসকরের পরামর্শ, রিঙ্কু ও তাঁর পরিবারকে এই যশ, এই খ্যাতি সামলাতে হবে। তা হলেই রিঙ্কু কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন। গাভাসকরের মতে, একজন ক্রিকেটারের পরিবার পাশে থাকলেই সাফল্য পাওয়া সহজ হয়ে যায়। ক্রিকেটার নিজেও পরিণত হয়ে ওঠেন।
লিটল মাস্টার জানান, অনেকেই সাফল্য পাওয়ার পর হারিয়ে গিয়েছেন। পরিবার, বন্ধুদের থেকে সেভাবে সাহায্য পাননি সেই ক্রিকেটার। যখন পরিবার সেই ক্রিকেটারের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়, তখনই সেই ব্যক্তি এগিয়ে যেতে পারেন।