কোটলায় শততম টেস্টে নামলেন চেতেশ্বর পূজারা। বোর্ড সংবর্ধনা জানিয়েছে তাঁকে। BCCI-এর পক্ষ থেকে তাঁকে বিশেষ টুপি পরিয়ে স্বাগত জানান সুনীল গাভাসকর। উপস্থিত ছিলেন পূজারার পরিবার সদস্য ও সতীর্থরাও।
চেতেশ্বর পূজারা ১৩তম ভারতীয়, যিনি দেশের হয়ে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করলেন। এই রেকর্ড স্পর্শ করে পূজারা জানান, টেস্ট ক্রিকেট জীবনের মতোই। এটাই ক্রিকেটের সর্বোৎকৃষ্ট ফরম্যাট।
সংবর্ধনা মঞ্চে গাভাসকর জানান, তিনি প্রার্থনা করছেন, শততম টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে যেন সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। কোটলায় যাতে ভারত আরও একবার জয় পায়।