নাইটদের হয়ে মাঠে নেমে তিনি অনেক কীর্তিই করেছেন। এবার এক অন্য কারণে বিখ্যাত হয়ে থাকবেন সুনীল নারিন। বিশ্ব ক্রিকেটে তিনিই প্রথম যিনি ক্রিকেট মাঠে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। মন্থর বোলিংয়ের অভিযোগ ছিল নারিনের দলের বিরুদ্ধে।
ক্যারিবিয়ান ক্রিকেটে লিগের ম্যাচে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইটের হয়েই খেলছিলেন সুনীল নারিন। প্রতিপক্ষের বিরুদ্ধে ধীরে বল করার অভিযোগ ওঠে। দলের অধিনায়ক কাইরান পোলার্ডকে ডেকে প্রথমবার সতর্ক করেছিলেন আম্পায়র। এরপর একজন ক্রিকেটারের নাম চাওয়া হয়, যাঁকে লালকার্ড দেখানো হবে।
আরও পড়ুন : চনমনে শ্রেয়সের পাখির চোখ বিশ্বকাপ, এশিয়া কাপকে প্রস্তুতি ধরতে চান ভারতীয় ব্যাটার
এই তালিকায় সুনীল নারিনের নাম প্রস্তাব করেন অধিনায়ক। সেই কারণে তাঁকে লাল কার্ড দেখানো হয়। ক্রিকেটের ইতিহাসে যা নজিরবিহীন হয়ে রইল। সিপিএলের ম্যাচে বাকি সময় ১০ জনে খেলে শাহরুখের দল।