ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ফের চমক দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, আগামী বছর আইপিএলের নিলাম হবে তুরস্কের শহর ইস্তানবুলে। তুরস্কে ক্রিকেটের প্রসার ঘটাতে এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেট বোর্ডের। তবে এই বছর আইপিএলের নিলাম হবে ভারতেই। আগামী ১৬ ডিসেম্বর এই নিলাম হওয়ার কথা।
সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী বিসিসিআইকে এখন নতুন করে সাজাতে উদ্যোগী বোর্ড সচিব জয় শাহ। প্রেসিডেন্ট রজার বিনিকে সামনে রেখেই এই নতুন উদ্যোগ বোর্ডের। আইপিএলের নতুন চেয়ারম্য়ান হয়েছেন অরুণ ধুমল। বোর্ড সূত্রে খবর, গর্ভনিং কাউন্সিলের নতুন চেয়ারম্য়ানের মাথা থেকেই নাকি ইস্তানবুলে আইপিএলের নিলামের ভাবনা এসেছে। এই ব্যাপারে নাকি ইতিমধ্যেই দশটি দলের কর্তাদের সঙ্গে একদফায় কথা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বছর খানেক আগেও একবার বিদেশের মাটিতে আইপিএলের নিলামের কথা ভেবেছিল বিসিসিআই। সেইসময় ঠিক হয়েছিল লন্ডনে হবে আইপিএলের নিলাম। কিন্তু সেইসময় তা সম্ভব হয়নি। এবারও যদিও ইস্তানবুলে নিলাম না হয়, তাহলে সেই বেঙ্গালুরুতেই হবে এই নিলাম। এদিকে ১৬ ডিসেম্বর নিলামের আগে ১৫ নভেম্বরের ক্রিকেটার ছাড়ার প্রক্রিয়া শেষ করতে হবে বোর্ড জানিয়েছে।