জাতীয় দলকে কখনই নেতৃত্ব দেননি সূর্য কুমার যাদব। রোহিত শর্মা, রাহুলদের বিশ্রাম দেওয়ার পর তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। আর নতুন অধিনায়ক পেয়ে রীতিমতো খুশি সূর্যর সতীর্থরা।
পাঁচ ম্যাচে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। রবিবার রান পারেননি সূর্য কুমার। কিন্তু তা নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন। তাঁর কথায়, সতীর্থরা তাঁকে চাপে থাকতে দিচ্ছেন না। তাঁরাই সব দায়িত্ব নিয়ে নিয়েছেন।
রিঙ্কুকে নিয়েও বেশ উচ্ছ্বসিত সূর্য কুমার। তাঁর কথায়, শেষ ম্যাচে রিঙ্কু দারুণ একাগ্রতার সঙ্গে খেলেছেন। দেখিয়ে দিয়েছেন দেশের জার্সি গায়ে কী করতে পারেন তিনি। একই সঙ্গে সূর্য একথাও স্বীকার করেছেন, সতীর্থদের সাহায্যের কারণেই সূর্য কুমারের কাছে দলের নেতৃত্ব দেওয়া বেশ খানিকটা সহজ হয়ে গিয়েছে।