আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করেছেন। T20 বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু সিং। ভারত অধিনায়কের সঙ্গে কথা বলেও হতাশা কাটেনি। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর রিঙ্কুকে সান্ত্বনা দিলেন সূর্যকুমার যাদব।
বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই মনখারাপ রিঙ্কুর। কেন সুযোগ পেলেন না, সেটাই ভাবছেন। তাঁর খামতি কোথায়,তা জানার চেষ্টা করছেন। পরিচিত হাসি দেখতে পাচ্ছেন না। রিঙ্কুর শরীরী ভাষা দেখে কথা বলতে যান সূর্যকুমার যাদব।
ম্যাচ শেষ হওয়ার পর শ্রীকর ভরতের সঙ্গে দাঁড়িয়েছিলেন রিঙ্কু। কলকাতার ব্যাটারকে পরামর্শ দেন সূর্যকুমার যাদব। এদিন প্রথমে ব্যাট করে কেকেআর করেছিল ১৬৯ রান। জবাবে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস ১৪৫ রানেই শেষ হয়ে যায়। ১২ বছর পর জয় পেল কলকাতা।