মাত্র কয়েকঘণ্টার মধ্যে ছবিটা বদলে গেল। সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন, দ্রুত মাঠে ফিরবেন। কিন্তু শোনা যাচ্ছে, আইপিএলে শুরু থেকে খেলতেই পারবেন না সূর্যকুমার যাদব। পুরো ফিট না হওয়ায় আইপিএলে প্রথম থেকে পাওয়া যাবে না তাঁকে। বোর্ড সূত্রে জানা গিয়েছে এমনই।
এক বোর্ড কর্তা জানিয়েছেন, "সূর্যকুমার ভাল উন্নতি করেছেন। এই মুহূর্তে এনসিএ-তে ওর চিকিৎসা চলছে। আইপিএলে ওকে খেলতে দেখা যাবে। তবে এনসিএ স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিকেল টিম ওকে এখনও পর্যন্ত ফিট সার্টিফিকেট দেয়নি। ফলে মুম্বইয়ের হয়ে প্রথম দুই ম্যাচে সূর্য থাকতে পারবেন না।"
আরও পড়ুন: রোহিতের সামনে হাফ সেঞ্চুরি, শতরান মিস শ্রেয়াসের
২৪ মার্চ, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অভিযান শুরু করবে পাঁচবারের চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এরপর ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।