ভারতীয় দলে নেই সঞ্জু স্যামসন (Sanju Samson) । কিন্তু, বৃহস্পতিবার বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে ব্যাটও করলেন, ধরলেন বলও । কিন্তু, কীভাবে তা সম্ভব ভাবছেন ? সবটাই সম্ভব হয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সৌজন্যে ।
আসলে, বৃহস্পতিবারের ম্যাচে সঞ্জুর জার্সি (Sanju Samson's jersey) পরে মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব । ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচ চলাকালীন দেখা যায়, সঞ্জুর নাম লেখা ৯ নম্বর জার্সি পরে খেলছেন সূর্যকুমার যাদব ।
কিন্তু, কী কারণে ঘটল এমন ? জানা গিয়েছে, সূর্যকুমারের টি-শার্টের সাইজ নিয়ে সমস্যা হয়েছিল । জার্সি ঠিকঠাক তাঁকে ফিট করেনি । ওই জার্সি পরে ফটোশুট করলেও পরে তাঁর অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান । কিন্তু ম্যাচের দিন বড় সাইজের বদলে মিডিয়াম সাইজের জার্সি হাতে পান সূর্য । সেক্ষেত্রে তৎক্ষণাৎ জার্সি বদল সম্ভব ছিল না । তাই বাধ্য হয়ে সঞ্জুর জার্সি পরেই মাঠে নামেন তিনি ।
জানা গিয়েছে, জার্সির সমস্যা এখনও মেটেনি । শনিবারও, দ্বিতীয় ওডিআই-এ সঞ্জুর জার্সি পরেই খেলতে সূর্যকুমারকে । শনিবারের ম্যাচের পরই যাদবকে নতুন জার্সি দেওয়া হবে ।
সতীর্থের জার্সি পড়ে মাঠে নামলে অনেকক্ষেত্রেই দেখা যায় নামের জায়গাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে সেই নিয়ম বাতিল হয়েছে। তাই গোটা ম্যাচেই সূর্যকুমারের গায়ে দেখা গেল সঞ্জুর জার্সি।