রবিবার নিউইয়র্কে ক্রিকেটের 'ডার্বি'। সচিন তেন্ডুলকর বনাম শোয়েব আখতার, ধোনি বনাম মহম্মদ সামি, বিরাট কোহলি বনাম শাহিন শাহ আফ্রিদি। যুগে যুগে বদলেছে ভারত-পাকিস্তান ক্রিকেটের লড়াই। রবিবার T20 বিশ্বকাপে আরও একবার লড়াই দেখার প্রহর গুণছেন ক্রিকেট প্রেমীরা।
নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দারুণ শুরু করেছে টিম ইন্ডিয়া। রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি। কুলদীপ যাদব ও সঞ্জু স্যামসন আয়ারল্য়ান্ড ম্যাচে জায়গা পাননি। পাকিস্তান ম্যাচে তিন স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। অক্ষর প্যাটেল ও জাদেজার সঙ্গে থাকতে পারেন কুলদীপ যাদব।
২০২২ T20 বিশ্বকাপে ধোনির নেতৃত্বে পাকিস্তান ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন বিরাট কোহলি। সেবার ৫৩ বলে ৮২ রান করেন বিরাট। আইপিএলেও দুরন্ত ফর্মে ছিলেন। এবার বাবর আজমদের বিরুদ্ধে নজরে তাই বিরাটই।
আমেরিকার বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে। এই ম্যাচ হারলে সুপার এইটে যাওয়া মুশকিল হয়ে যাবে। তাই রবিবার মেগাযুদ্ধে সবটুকু দিয়ে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে বাবর আজম।
T20 বিশ্বকাপ
গ্রুপ এ
ভারত-পাকিস্তান
নাসাউ ক্রিকেট স্টেডিয়াম
ভারতীয় সময়
৯ জুন, ২০২৪
টসের সময় - সন্ধ্যা সাড়ে ৭টা
খেলা শুরু- রাত ৮টা
ব্রডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং
স্টার স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টার