T20 বিশ্বকাপ শুরুর আগে রিঙ্কু সিংয়ের একটি মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপ শুরুর আগে রিঙ্কুকে বলতে শোনা যায়, "সব ঈশ্বরের পরিকল্পনা"। ইটস অল গডস প্ল্যান। বিরাটও তাতে সায় দেন। ফাইনালের দিন রিঙ্কুর সেই বক্তব্যই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবার এই নিয়ে পোস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
T20 বিশ্বকাপে এবার একেবারেই রান আসেনি বিরাট কোহলির ব্যাটে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করার পর থেকেই ছন্দে নেই। সেমিফাইনালের পর অধিনায়ক রোহিত জানিয়েছেন, ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছেন বিরাট।
তবে ফাইনালে কি বিরাটের ব্যাটে রান আসবে। ক্রিকেটপ্রেমীরা কিন্তু মনে করছেন, ওস্তাদের মার শেষ রাতে। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গিয়েছে, ২০১৩ সালের পর প্রথম আইসিসি ট্রফি জিততে চলেছে ভারত। বিরাটের ব্যাটে বড় ইনিংস আসছে।