ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমকের পর চমক। মোট ১৫ জনের দল ঘোষণা হয়েছে। কিন্তু এই ১৫ জনের মূল দলে ঠাই হয়নি ভারতীয় টি-দলের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের। বাদ পড়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলও। তবে, গিল এবং রিঙ্কু দলে জায়গা না পেলেও তাঁদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে।
রিজার্ভ বেঞ্চে ভারতের মোট চার খেলোয়াড় রয়েছেন। রিঙ্কু, গিল ছাড়াও এই তালিকায় আছেন দুই পেসার খলিল আহমেদ ও আবেশ খান। অর্থাৎ মূল দলের এই ১৫ জন ক্রিকেটারের কেউ যদি চোট পেয়ে ছিটকে যান সেক্ষেত্রে এই চারজন দলে ঢুকতে পারবেন।
গত বারের আইপিএলে কলকাতার হয়ে পর পর পাঁচটি ছক্কা হাঁকিয়ে সকলের নজর কেরেছিলেন রিঙ্কু। এরপর থেকে ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলতেন তিনি। মোট ১৫টি ম্যাচে ৩৫৬ রান করেছেন তিনি।
আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা, প্রত্যাবর্তন পন্থের, রোহিতের ডেপুটি হার্দিক
অন্যদিকে, গুজরাতের অধিনায়ক শুভমন গিলও জাতীয় দলের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে রান ৩৩৫। একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। কিন্তু তারপরেও দলে জায়গা পাননি এই ডান হাতি ওপেনার। ফলে, অনেকেই মনে করছেন আইপিএলের পারফরম্যান্সের কারণেই এই সিদ্ধান্ত।