রবিবার বিশ্বকাপের ফাইনাল। এবার কোন দলের হাতে ট্রফি উঠবে। ইংল্যান্ড না পাকিস্তান। মেলবোর্নে রবিবার সাসপেন্সের পরিসমাপ্তি। সেমিফাইনালে দুই দলই সহজ জয় পেয়েছে। ফাইনালের মতো বড় ম্যাচে স্নায়ুর দখল রেখে বিশ্বকাপ জিততে মরিয়া দুই দলই।
২০১৬ T20 বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। সেবার ফাইনালে উঠেও দাপুটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। ইডেন গার্ডেন্সে সেই লজ্জার হার মেলবোর্নে ভুলতে চান বেন স্টোকসরা। এদিকে ১৩ বছর পর T20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ২০০৯ সালে প্রথম ও শেষবার T20 বিশ্বকাপ জিতেছিল তাঁরা। এরপর বিশ্বকাপের মঞ্চে সাফল্য নেই। ৯ বছরের খরা কাটাতে চান বাবর আজম ব্রিগেড।
ভারতের মতো দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে রানতাড়া করে আত্মবিশ্বাসী ইংরেজরা। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে ফাইনালে উঠেছে পাকিস্তানও। রবিবার ফাইনাল মূলত ইংল্যান্ডের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। ইংল্যান্ড টিমে এবার তাবড় তাবড় হিটার আছেন। যারা যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন। এদিকে পাকিস্তানের বোলিং আক্রমণ যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে।
রবিবার মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে গেলে একদিন রিজার্ভ ডে রাখা আছে। তবে ক্রিকেটপ্রেমীরা চান না, রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে যায়। যদি বৃষ্টিতে খেলা পিছোয়, তবে নতুন নিয়মও তৈরি করেছে আইসিসি। জানা গিয়েছে, খেলার সময় অতিরিক্ত ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। বৃষ্টিতে ফাইনাল খেলা সম্ভব না হলে আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করা হবে।