পাকিস্তানকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan)। কিন্তু যেভাবে ভাবা হয়েছিল, তা হল না। মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে (T20 World Cup Final) স্নায়ুর চাপ ধরে রাখতে পারলেন না বাবর আজমরা। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিজে দাঁড়াতে পারেননি কোনও ব্যাটার। ইংল্যান্ডের বোলার স্যাম কুরান (Sam Curan) ও আদিল রশিদ ফেরালেন পাক ব্যাটসম্যানদের।
মেলবোর্নে (Melbourne) এদিন সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতাও দেওয়া ছিল। এরই মধ্যে ফাইনালের আবহে নেমেছিল পাকিস্তান ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ডের অধিনায়ক জস বাটলার। এরপরই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে পাকিস্তানের।
আরও পড়ুন: কাতারে শুরু ফুটবল যুদ্ধের লড়াই, জেনে নিন বিশ্বকাপের ইতিহাস অঘটনের পাঁচ ম্যাচ
২৮ বলে ৩২ রান করে ফেরেন বাবর আজম। ১৫ রান করে ফেরেন আরেক ওপেনার মহম্মদ রিজওয়ান। ২৮ বলে ৩৮ রান করেন শান মাসুদ। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন স্যাম কুরান। ২ উইকেট আদিল রশিদের। ক্রিস জর্ডনও দুটি উইকেট তুলে নিয়েছেন। এক উইকেট বেন স্টোকসের।