T20 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন টিমের পুরস্কার মূল্য কত! জানিয়ে দিয়েছে আইসিসি। রানার্স টিমেরও পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।
এবার T20 বিশ্বকাপের জন্য আইসিস ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯৩ কোটি ৫০ লক্ষ টাকা। অন্য সব স্তরের পুরস্কারই বাড়ানো হয়েছে। জয়ী টিম পাবে ২৪ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ২০ কোটি ৩৬ লক্ষ টাকা। এই প্রথম T20 বিশ্বকাপ জিতলে আইপিএলের থেকে বেশি পাবে চ্যাম্পিয়ন টিম। এবার কেকেআর পেয়েছিল ২০ কোটি টাকা। রানার্স টিম পাবেন ১২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ ১০ কোটি ৬৪ লক্ষ টাকা।
সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া টিম ইংল্যান্ড ও আফগানিস্তান পাবে ৬ কোটি ৫৪ লক্ষ টাকা করে। পঞ্চম থেকে অষ্টমে যারা শেষ করেছেন, তাঁরা পাবেন ৩ কোটি ১৮ লক্ষ টাকা করে। সেমিফাইনাল ও ফাইনাল বাদে প্রত্যেক ম্যাচে জয়ী টিম পাবেন ২৬ লক্ষ টাকা করে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া টিমরা পাবেন ২ কোটি ৬ হাজার টাকা করে।