দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনি ছিলেন ভয়ঙ্কর। পেসার ডেল স্টেইনকে সামলাতে হিমশিম খেতে হত যে কোনও ব্যাটারকেই। সেই ডেল স্টেইনকেই কিনা বল শেখাচ্ছেন এক কর্মী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো। জানা গিয়েছে, ওই কর্মী জানতেন না, তিনি কার সঙ্গে কথা বলছেন।
ভিডিয়োতে বল হাতে ডেল স্টেইনকে বলতে শোনা যায়, "এই বল মাটিতে পড়ে বাউন্স করতে পারে।" ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই লেখেন, এই ভিডিয়ো দেখে হাসি থামাতে পারছেন না তাঁরা। ক্রিকেট বিশ্বে প্রথমবার T20 বিশ্বকাপ আয়োজন করছে আমেরিকা। অনেক ক্রিকেটারকেই চেনেন না গ্রাউন্ড স্টাফরা।