আইপিএলের পর WPL। বোর্ডের টি২০ টুর্নামেন্টে মূল স্পনসর টাটাই। টুইট করে একথা জানালেন বোর্ড সচিব জয় শাহ। টুইটে তিনি লেখেন, মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগে টাটাকে স্বাগত। তারাই মূল স্পনসর হিসেবে কাজ করবে। বোর্ড আশাবাদী টাটার হাত ধরেই এগিয়ে যাবে ভারতের মহিলা ক্রিকেট।
এই টুইটে অবশ্য কত টাকায় এই চুক্তি হয়েছে, তা যদিও জানাননি বোর্ড সচিব। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ৫ বছরের জন্য WPL-এর সঙ্গে চুক্তি করেছে টাটা গোষ্ঠী।
এর আগে আইপিএলের প্রধান স্পনসর ছিল ভিভো। গতবছরই মূল স্পনসর হয় টাটা গ্রুপ। এবার মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধনেই প্রধান স্পনসর হল টাটা।