শেষ ওভারে মহসিন খানের ম্যাজিক। মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে চেন্নাই সুপার কিংসকে ছুঁয়ে ফেলল লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে জয়ের পর ইডেনে কেকেআরের ম্য়াচ গুরুত্বপূর্ণ হয়ে গেল লখনউর কাছে। শেষ ম্যাচে কলকাতাকে হারালেই প্লে-অফে উঠে যাবে টিম।
১৭৮ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে মুম্বই। ইশান কিষাণ ও রোহিত শর্মা বড় পার্টনারশিপ করেন। ৩৯ হলে ৫৯ রান করেন ইসান। ৩৭ রান আসে রোহিতের ব্যাট থেকে। সূর্যকুমার যাদবকে ৭ রানে ফেরান ইয়াশ ঠাকুর। শেষ ওভারে বাকি ছিল মাত্র ১১ রান। ক্রিজে ছিলেন টিম ডেভিড। মহসিন খানের উপরেই ভরসা রাখেন অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। অধিনায়কের আস্থাকে ভাঙেননি মহসিন।
৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন লখনউর বোলার রবি বিষ্ণোই। গুরুত্বপূর্ণ সময় উইকেট নিলেন ইয়াশ ঠাকুরও। তুলে নিয়েছেন ২টি উইকেট। একটি উইকেট মহসিন খানের।
মুম্বইকে হারিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এল লখনউ সুপার জায়ান্টস। ১৫ পয়েন্ট নিয়ে ছুঁয়ে ফেলল চেন্নাই সুপার কিংসকে। আগামী শনিবার কেকেআর ম্যাচে হারলেও প্লে-অফে ওঠা অনেকটাই নিশ্চিত লখনউর।