যেভাবে শুরু হয়েছিল, তাতে অনেক বড় রানই প্রত্যাশা করা হয়েছিল। ২০ ওভারে টেনেটুনে ২০০ পার করতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৯৯ রানে শেষ হল ইনিংস।
ম্যাচের শুরুতেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুপ্লেসি ও ম্যাক্সওয়েল ঝড়ে বিধ্বস্থ হয় মুম্বইয়ের বোলিং। রানের গতি কিছুটা হলেও কমালেন ক্যামেরুন গ্রিন। ওভারের প্রথম বলেই দুপ্লেসিকে ফেরান তিনি। আর ম্যাক্সওয়েলকে ফেরালেন বেহরেনডর্ফ।
এদিন ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমে বেহরনডর্ফ প্রথমেই ফেরান বিরাটকে। তাঁর পরের উইকেট ছিল অনুজ রাওয়াত। কিন্তু ক্রিজে টিকে যান দুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৬৫ রান করেন দুপ্লেসি। ৩৩ বলে ৬৮ রান করেন ম্যাক্সওয়েল। ১৮ বলে ৩০ রানের ঝটিতি ইনিংস খেলেন দীনেশ কার্তিকও।