ক্যারিবিয়ানদের কার্যত গুঁড়িয়ে দিয়ে তৃতীয় একদিনের ম্যাচেও জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া (Team India)। ৩-০ ফলে সিরিজ জিতল ভারতীয় দল।
শুক্রবার তৃতীয় এক দিনের ম্যাচেও পর্যুদস্ত হল ওয়েস্ট ইন্ডিজ। ৯৬ রানে হেরে গেল তারা। শ্রেয়স আয়ারের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের দারুণ পারফরম্যান্সে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে।
আরও পড়ুন : T20 Series Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে ছিটকে গেলেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল
প্রথমে ব্যাট করে ২৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেন শ্রেয়স। ৫৬ রান করেন ঋষভ পন্থ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চাপে পড়েন ওয়েস্ট ইন্ডিজ। ২৫ রানের মাথায় তিন উইকেট পড়ে যায় তাদের। শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি।