মোহালিতে প্রথম ওয়ানডে ম্যাচে অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) ব্যাটেই এল জয়। অস্ট্রেলিয়াকে (INDIA vs AUSTRALIA) ৫ উইকেটে হারাল ভারত। শেষ ওভার পর্যন্ত খেলা গড়াতেই দিল না। ৮ বল বাকি থাকতেই প্রথম ওয়ানডে (FIRST ODI) জিতে নিল টিম ইন্ডিয়া। ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেললেন রাহুল। এই ম্যাচে জিতে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল রাহুল ব্রিগেড। সিংহাসনচ্যূত হল পাকিস্তান।
মোহালির উইকেটে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ২৭৭ রান তোলা সহজ ছিল না ভারতের। কিন্তু ওপেনিং পার্টনারশিপে সেই কাজ সহজ করে দেন শুভমান গিল ও রুতুরাজ গাইকোয়াড়। ৭১ রান করে রুতুরাজ। ৭৪ রানে ফেরেন শুভমান। শ্রেয়স আইয়ার রান আউট হলেও ক্রিজে টিকে যান রাহুল। ১৮ রান করে ফেরেন ইশান কিষান। রাহুলের সঙ্গে পার্টনারশিপ করেন সূর্যকুমার যাদব। হাফসেঞ্চুরি করে অ্য়াবটের ডেলিভারিতে ফেরেন। কিন্তু রান তাড়া করে ম্যাচ বের করে ফেরেন অধিনায়ক রাহুল।
আরও পড়ুন: প্রকাশিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি, ভারতের বিপক্ষে কোন কোন দল
এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব্যাট করে ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ফিরলেও বড় রান করেন ওয়ার্নার, স্মিথ, লাবুশেন, ক্যামেরুন গ্রিন, জোশ ইগলিসরা। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ২১ রানে ২৭০ রানের গণ্ডি পেরোয় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ভারতের ফিল্ডিং নিয়ে সমালোচনা শুরু হয় নেটমাধ্যমে। উইকেটের পিছনে একাধিক সুযোগ মিস করেন রাহুল। ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে সেই সমালোচনারই যেন জবাব দিলেন রাহুল।