সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। সেঞ্চুরিয়নের প্রথম টেস্টে হারতে হয়েছে ভারতকে। ইনিংস ও ৩২ রানে হেরেছে টিম ইন্ডিয়া। এবার জোহানেন্সবার্গে টিম ইন্ডিয়ার দলে বেশ কিছু বদল হবে। কী কী বদল করলেন অধিনায়ক রোহিত শর্মা!
দ্বিতীয় টেস্টে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। তিন নম্বরে থাকছেন বিরাট কোহলি। চারে শ্রেয়স আইয়ার ও পাঁচে থাকবেন কে এল রাহুল। পিঠের ব্যথায় শেষ মুহূর্তে প্রথম টেস্টে ছিলেন না। দ্বিতীয় টেস্টে থাকবেন রবীন্দ্র জাদেজা। অশ্বিনের বদলে তিনি ফিরছেন। থাকবেন যশপ্রীত বুমবা, মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: কেপটাউনে দ্বিতীয় টেস্টে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, বৃষ্টির সম্ভাবনা কতটা!
বাংলার বোলার মুকেশ কুমারো প্রথম একাদশে থাকবেন। আর দলে আনা হয়েছে আবেশ খানকে। জোহানেন্সবার্গে এই প্রথম একাদশ নিয়েই খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই টেস্ট জিতলে সিরিজ ড্র করার সুযোগ থাকবে রোহিত শর্মাদের।