রবিবার বিশ্বকাপে মহাযুদ্ধ। জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। জিতলেই সেমিফাইনাল। আর হারলে! ভাগ্যদেবতার প্রসন্নতা ছাড়া উপায় নেই রোহিত শর্মাদের। মেলবোর্নে বেলা দেড়টায় যখন টিম ইন্ডিয়া খেলতে নামবে, তখন হিসেবটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বাংলাদেশ-পাকিস্তান ম্য়াচ শেষ। তাই হিসেব কষেই জিম্বাবোয়েকে হারানোর অঙ্ক তৈরি করতে পারবে টিম ইন্ডিয়া।
তবে পরিকল্পনা যা হয়, সেটাই কি আর বাস্তবায়িত হয় সব সময়! যুদ্ধে সব হিসেব-নিকেশ মেলে না। পাকিস্তানকে ১ রানে হারিয়ে এই বিশ্বকাপেই সেটা প্রমাণ করেছে জিম্বাবোয়ে। শনিবার ৩৪-এ পা রাখলেন টিমের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন অনুশীলনের পর কেক কেটে বিরাটের জন্মদিনের সেলিব্রেশন পালন করা হয়। ছিলেন টিমের সব ক্রিকেটারই। এবার বিশ্বকাপে টিমের অন্যতম সমস্যা ওপেনিং। এখনও পর্যন্ত টিমের ওপেনিং জুটি একসঙ্গে সাফল্য পায়নি। সেমিফাইনালে এই দুর্বলতার কোনও সুযোগ থাকবে না। জিম্বাবোয়ে ম্যাচে সেদিকে নজর দেওয়াই প্রধান লক্ষ্য টিম ইন্ডিয়ার। রোহিত ও রাহুলের রানে ফেরার অপেক্ষায় টিম ইন্ডিয়া।
টিমের মিডল অর্ডার নিয়ে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই। রান পেয়েছেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। অলরাউন্ড পারফরম্যান্স করছেন হার্দিক পান্ডিয়াও। তবে দীনেশ কার্তিকের ব্যাটে রান আসেনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর পরিবর্তে দলে আসতে পারেন ঋষভ পন্থ। অস্ট্রেলিয়ায় পন্থের আগের পারফরম্য়ান্সের কথা মাথায় রেখেই তাঁকে প্রথম একাদশে রাখা হতে পারে।