বিশ্বকাপে রানার্স। কিন্তু ক্রিকেট সভায় চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের পরেও আইসিসির ক্রমতালিকায় ক্রিকেটের তিন ফরম্যাটেই এক নম্বর টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং দুটি ক্রমতালিকাতে ভারতীয়দেরই জয়জয়কার।
বিশ্বকাপের পর প্রকাশিত ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে একনম্বর ব্যাটার শুভমন গিল। তিন নম্বরে বিরাট কোহলি। চার নম্বরে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে থাকলেও শুভমনের সঙ্গে বিরাটের পার্থক্য মাত্র ৩৫ পয়েন্টের।
বোলারদের তালিকাতেও প্রথম দশে ভারতের চার। বিশ্বকাপ খুব একটা ভাল না গেলেও ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মহম্মদ সিরাজ রয়েছেন তৃতীয় স্থানে। যশপ্রীত বুমরা উঠে এসেছেন চতুর্থ স্থানে। স্পিনার কুলদীপ যাদব রয়েছেন ষষ্ট স্থানে। বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া মহম্মদ শামি উঠে এসেছেন দশম স্থানে।