বর্ডার-গাভাসকর ট্রফিতে ঘরের মাঠে প্রথম ম্যাচেই হার অস্ট্রেলিয়ার। পার্থে ১৮ মাস পর সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। ব্যাটে রান এসেছে যশস্বী জয়সওয়ালের। ২৯৫ রানে বিরাট জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক জসপ্রীত বুমরার প্রশংসায় ক্রিকেটপ্রেমীরা। অ্য়াডিলেড ওভালে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরছেন রোহিত শর্মা। রোহিত দলে ফিরলে টিমের কম্বিনেশন পাল্টাবে। পার্থে হারের পর বিরাট, বুমরাদের নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকর। ওদিকে অস্ট্রেলিয়া টিমের হার নিয়ে না খুশ অ্যালান বর্ডার।
৬ ডিসেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তার আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। শুক্রবার ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যান টিম ইন্ডিয়ার সদস্যরা। রোহিত, ঋষভ, বুমরা, বিরাটদের স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। পার্লামেন্টে বক্তব্য রাখতেও দেখা যায় অধিনায়ক রোহিত শর্মাকে। একটি টুইটও করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিস। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মানুকা ওভালে আগামী সপ্তাহে বড় চ্যালেঞ্জের সামনে প্রধানমন্ত্রী একাদশ। ভারতীয় দলের মুখোমুখি হতে হবে।" ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি অস্ট্রেলিয়া দলকে জিততেই সাহায্যই করবেন। এদিন অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টিমের প্রত্যেক ক্রিকেটারের পরিচয় করান। বিরাটের সঙ্গে পরিচয় করানোর সময়, অজি প্রধানমন্ত্রী হাসতে হাসতে জানান, পার্থে ভাল সময় গেল। সেই সময় অস্ট্রেলিয়া না ধুঁকলে হয়তো এটা হত না।
এদিকে পার্থ সিরিজে হারের পর ক্ষোভে ফুঁসছেন অ্যালান বর্ডার-সহ প্রাক্তন ক্রিকেটাররা। অজি অধিনায়ক প্যাট কামিন্সের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। শুক্রবার SEN রেডিওতে অ্য়ালান বর্ডার জানান, "আমি খুবই হতাশ। বিরাট কোহলিকে যেন সেঞ্চুরি করতে দেওয়া হল। আটকানোর কোনও চেষ্টাই করেনি অস্ট্রেলিয়া।" বর্ডারের মতে, অধিনায়ক প্যাট কামিন্স সিরিজের বাকি ম্যাচগুলিতে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। বর্ডার জানান, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে রীতিমতো অস্বস্তিতে পড়েন বিরাট। কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে কী করে এত ছন্দ পেলেন! অজি অধিনায়ককেই এর জন্য দায়ি করছেন প্রাক্তন অজি কিংবদন্তী।
অজি অধিনায়ক প্যাট কামিন্সের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন। চ্যানেল সেভেন-এর একটি সাক্ষাৎকারে হেডেন জানান, "বিরাট কোহলির ইনিংসের প্রথম দিকে বেশ কিছু জিনিস করা উচিত ছিল। সেগুলো অস্ট্রেলিয়া দল করতে পারেনি।" ফিল্ডিং পজিশন এমন ছিল, বিরাটের খেলা অনেক সহজ হয়ে গিয়েছে বলে মনে করেন হেডেন। শর্ট বল নিয়ে টিমের স্ট্র্য়াটেজিতেও ভুল হয়েছে অস্ট্রেলিয়ার।
পার্থ টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে হারতে হয়েছে। বিরাট কোহলির প্রশংসা করেছেন মাইকেল ক্লার্ক। কিন্তু দলের পারফরম্য়ান্স নিয়ে অখুশি তিনিও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জানান, দ্বিতীয় ইনিংসে আরও ভাল করতে পারত অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে সেঞ্চুরির পর বিরাটের আত্মবিশ্বাস বেশি থাকবে। যা বর্ডার-গাভাসকর ট্রফির বাকি টেস্টগুলিতে অস্ট্রেলিয়ার জন্য চাপ হবে। ক্লার্কের মতে, "প্রথম টেস্টে বিরাটের আত্মবিশ্বাস কম ছিল। এবার সেঞ্চুরি পেয়ে ফিরেছে। ওর আত্মবিশ্বাসও বেড়েছে।"