বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিল ও অক্ষর প্যাটেলের লড়াইয়ের পরেও খুব বেশি লিড নিতে পারল না টিম ইন্ডিয়া। ৫৭১ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস (Team India)। মাত্র ৯১ রানের লিড। রান তাড়া করতে পারলেও, বড় লিড না নিতে পারা, ভারতকে ভোগাবে। রবিবারই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় রানই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ১৮৬ রানে আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি। ৭৯ রান করেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট পেলেন টড মারফি ও নাথান লিওন।
আরও পড়ুন: বিরাটের সেঞ্চুরি, চতুর্থ দিন লিড নিল টিম ইন্ডিয়া, ড্রয়ের পথে আমেদাবাদ টেস্ট
এই টেস্টে হার মানেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপদ ভারতের। এই টেস্টে ড্র অথবা জয় প্রয়োজন। ওদিকে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড টেস্টের ফলাফলের উপরও নজর রাখছে টিম ম্যানেজমেন্ট।