T20 World Cup 2024: বিশ্বজয়ের পর বিশেষ চার্টার্ড বিমানে কী করছিলেন রোহিত-হার্দিকরা, প্রকাশ্যে এল তথ্য

Updated : Aug 01, 2024 08:21
|
Editorji News Desk

এক মাস কেটে গিয়েছে। ভারত T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ভয়ঙ্কর দুর্যোগে আটকে গিয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, সাংবাদিকরা। ঘূর্ণিঝড় বারিলের প্রভাবে, টিম হোটেলেই কাটাতে হয়েছিল ক্রিকেটারদের। ৪৮ ঘণ্টা বন্ধ ছিল উড়ান পরিষেবা। সেই সময় ঠিক কী করেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা! সেই ঘটনাই এবার প্রকাশ্যে এল।

বার্বাডোজে ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ। ওই ফ্লাইটে রোহিত শর্মা, বিরাট কোহলি, তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় সবাই ছিলেন। কিন্তু বিজনেস ক্লাসে ছিলেন দ্রাবিড়। আর ইকোনমি ক্লাসে ছিলেন ক্রিকেটাররা। স্টার স্পোর্টসের এক প্রযোজক টিমের সঙ্গেই ছিলেন। তিনি জানান, ক্রিকেটারদের উত্তেজনার কোনও খামতি ছিল না। বিশ্বকাপ জয়ের আনন্দে মশগুল ছিলেন সবাই। বিমানে রোহিত কারও সঙ্গে মজা করছিলেন। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ফ্লাইটে রোহিত, বিরাট, ঋষভরা যা করেছেন, তাতে কেউই শুতে পারেননি। 

ওই প্রযোজক জানিয়েছেন, বার্বাডোজ থেকে নয়াদিল্লি। এই লম্বা সফরে অনেকেই ঘুমোতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ রোহিতের গলা শোনা যায়। কারও সঙ্গে মজা করছিলেন। এরপর হার্দিক আসেন। ঋষভ পন্থ আসেন। হইহুল্লোড় শুরু হয়। কেউই ওই বিমানে ঘুমোতে পারেননি।

দিল্লি বিমানবন্দরে নামার পর সংবর্ধনায় ভাসেন রোহিত-বিরাটরা। বাইরে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। এয়ারপোর্টের কর্মীরাও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান। দীর্ঘ সফর ও ক্লান্তিকর দিনেও বিশ্বজয়ের আনন্দে ফিকে হয়নি রোহিতদের। এমনই জানিয়েছেন স্টার স্পোর্টসের ওই প্রযোজক।

Team India

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?