২০২৩ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বুধবারের ওই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ইতিমধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছলেন নিউজিল্যান্ডের খেলায়াড়রা। সাড়ে ১১টার কিছু পড়েই টিম বাস পৌঁছে যায় স্টেডিয়ামে।
২০১৯-বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভারতীয় দলের। তবে সে বারে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচের প্রতিশোধ নিতে আজ ভারত খেলতে নামবে।
এদিকে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচের শুরু থেকেই উত্তেজনা থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, টসে জিতে কে প্রথমে ব্যাটিং নেয় সেটাই দেখার। কারণ, কোন দল ব্যাটিং বা বোলিং করে মাঠের সুবিধা তোলে সেটাই এখন দেখার।