টেস্ট ক্রিকেট এখন আলাদা যুগে উত্তরণ করেছে। তাই অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। বদলে গিয়েছে খেলার ঘরানা। এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিন। তাই ড্র নয়, সব দলই চায় বেশি করে টেস্ট ম্যাচ জিততে। সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। ভারতের মাটিতে সফর করছে অস্ট্রেলিয়া। ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। প্রশ্ন ছিল কেন এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে টেস্ট ম্যাচ ? তার জবাবেই অশ্বিন জানিয়েছেন, এখনকার ক্রিকেটাররা দ্রুত খেলতে চান। দ্রুত রান করতে চান। তবে তিনি স্বীকার করেছেন, গত দুটি টেস্ট মোটেই তিন দিনে শেষ হওয়ার মতো ছিল না।
সম্প্রতি দিল্লি টেস্ট খেলে দিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন অশ্বিন। তখনই বিমানে এক সহযাত্রীর প্রশ্নে অশ্বিন জানান, আপনাকে পিচকে সম্মান করতে হবে। তবেই পিচ আপনাকে সম্মান করবে। অশ্বিন মনে করেন, ভারতের মাটিতে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত পিচ বুঝতে পারছে না। তাই তারা সমস্যার মধ্যে পড়ছে। উল্টো দিকে ওই পিচেই ভারতীয়রা রান করছেন। শতরান করছেন।
১ মার্চ থেকে ইনদৌরের হোলকার স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। গত দুটি টেস্টের পরিসংখ্যান বলছে প্রতিপক্ষের মোট ৪০টি উইকেটের মধ্যে ৩১টি উইকেট নিয়েছেন তিন ভারতীয় স্পিনার।