নিক কেলি ও টোরি জনসন। তাঁরা কারা জানেন ? তাঁদের সম্পর্কে জানতে আপনাদের সমাজ মাধ্যমের পাতায় একবার চোখ রাখতেই হবে। শুধু তাঁদের সম্পর্কে জানতেই পারবেন না। দেখবেন তাঁরা কী কীর্তি ঘটিয়েছে। বিশ্ব ক্রিকেটের ফিল্ডিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছেন এই দুই কিউই। জন্টি সাম্রাজ্যে তাঁরাই এখন দুই সেনাপতি।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে একটি ক্যাচে তাঁদের যুগলবন্দী এখন ইন্টারনেটে ভাইরাল। প্রায় পঁয়তিরিশ গজ দৌড়ে প্রথমে ক্যাচ ধরেই জনসন। বল ধরার পর বুঝতে পারেন, তিনি বাউন্ডারির কাছে চলে এসেছেন। তখন বল ছুড়ে দেন কেলির দিকে। তারপর শূন্যে ভাসিয়ে দেন নিজের শরীরকে।
দুই কিউই ক্রিকেটারের এই ফিল্ডিংকে এখন কুর্নিস করছেন নেটিজেনরা। এমনকী তাঁদের কীর্তিতে অবাক হয়েছেন স্বয়ং জন্টি রোডসও। টুইট করে এই দুই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার।