বিশ্বকাপের দাম ৯৬৩ কোটি টাকা। ভারতের মাটিতে টুর্নামেন্টের সম্ভাব্য দিন ঘোষণার দিনেই এবার এই টাকার অঙ্ক সামনে আসছে। যদি কেন্দ্রীয় সরকার বিশ্বকাপের উপর কর ছাড় না দেয়, তা-হলে এই টাকাই দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কারণ আইসিসি নিয়ম অনুযায়ী, কোনও দেশ তাদের মাটিতে বিশ্বকাপের আয়োজন করে, সেক্ষেত্রে সে দেশের সরকারের থেকে কর ছাড়ের অনুমতি আদায় করতে হয়। এরআগে ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে মোদী সরকারকে ১৯৩ কোটি দিয়েছিল বিসিসিআই।
বুধবারই একদিনের বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করে আইসিসি (ICC World Cup 2023) । ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে জানানো হয়েছে, ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে পারে । প্রায় ৪৫ দিন ধরে খেলা চলবে । ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর । যদিও, এই দিনক্ষণ চূড়ান্ত নয় । আইসিসি-র তরফে সম্ভাব্য দিনক্ষণই ঘোষণা করা হয়েছে । খুব শীঘ্রই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে ।
জানা গিয়েছে, ১০ দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে । নকআউট পর্বের তিনটি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা হবে । ভারতের মোট ১২টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলির আয়োজন করা হয়েছে । সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ ইত্যাদি । আর ফাইনাল ম্যাচ হতে পারে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ।