সবসময় তিনি বলতেন শহরে (Kolkata) আরও একটা ইডেন দেখতে চান। জীবিত অবস্থায় অবশ্য় তাঁর এই স্বপ্নপূরণ হয়নি। কারণ, বাম জমানায় বারবার জমির জন্য আবেদন করলেও সেই আবেদনে কেউ সারা দেয়নি। অবশেষে প্রয়াত জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) সেই স্বপ্নপূরণ হতে চলেছে। শনিবারই রাজারহাটে (Rajarhat) সিএবিকে নতুন করে জমি দেওয়ার কথা জানানো হয়েছে। প্রায় ১৪ একর জমির উপর তৈরি হবে 'নতুন' ইডেন। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Bcci) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)।
এর আগে অবশ্য় হাওড়ার ডুমুরজলায় সিএবিকে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছিল। কিন্তু জলা জমির দরুণ এই কাজ দীর্ঘদিন ধরেই থমকে ছিল। গত এপ্রিল মাসে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সৌরভ। সূত্রের খবর, তাঁদের আলোচনায় জমি প্রসঙ্গ উঠেছিল। এমনকী মুখ্যমন্ত্রীও এই ব্য়াপারে মহারাজকে আশ্বাস দিয়েছিলেন। সেই কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সিএবি সূত্রে খবর, প্রায় ৩০ কোটি টাকা খরচ করে রাজ্যের থেকে এই জমি কিনবে সিএবি। শনিবার বঙ্গ ক্রিকেটের সদর দফতরে এসেছিলেন সৌরভও। কথা বলেন বাংলার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে। তবে জানা গিয়েছে, জমি হস্তান্তরের কাগজ এখনও আসেনি। তা হাতে পেলেই শুরু হয়ে যাবে 'নতুন' ইডেন তৈরির প্রক্রিয়া।
সবমিলিয়ে সবকিছু ঠিক থাকলে বাঙালির নতুন ডেস্টিনেশন হতে পারে রাজারহাট। কারণ, বঙ্গের নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে এখানেই।