যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ২৫৪ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৫৩ রান করেছে অস্ট্রেলিয়া। টস জিতে এদিন ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। ৬৪ বলে ৫৫ রান করেন হরজাস সিং। ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতের রাজ লিম্বানি।
ছোট বিশ্বকাপের ফাইনালে এতদিন ২৪২ ছিল সর্বোচ্চ স্কোর। এদিন ভারতের বিরুদ্ধে সেই রান টপকে গিয়েছে অস্ট্রেলিয়া। অতএব ষষ্ঠবার বিশ্বকাপ জিততে হলে বিশ্ব রেকর্ড গড়েই বিশ্বকাপ জিততে হবে টিম ইন্ডিয়া। প্রাথমিক ভাবে অস্ট্রেলিয়াকে আটকে দিলেও মাঝের ওভারে খেলা বার করেন হরজাস।
রাজ ছাড়া এই ম্যাচে ভারতের হয়ে দুটি উইকেট পেয়েছেন নমন তিওয়ারি। তবে কাজ এলেন না স্পিনাররা।