দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রোচেস্ত্রুমে তৈরি হল ইতিহাস। স্বপ্ন ছুঁয়ে ফেললেন চুঁচুড়ার পেসার তিতাস সাধু। মেয়েদের অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপের (U19 T20 World Cup) ফাইনালে ইংল্যান্ডের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিলেন তিনি। নির্বাচিত হলেন ম্যাচের সেরাও। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিতাস (Titas Sadhu)।
রবিবার T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের প্রথম উইকেটই তুলে নেন তিতাস। বিশ্বকাপে তাঁর ঝুলিতে মোট ৬ উইকেট। মেগা ফাইনালে তাঁর গতিতে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তবে এদিন তিতাস ছাড়াও বাংলার আরও দুই তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। উইকেটের পিছনে ছিলেন রিচা ঘোষ। একেবারে শেষের দিকে নেমে অপরাজিত থাকলেন বাংলার আরেক কন্যা হৃষিতা বসু।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের পর তিতাস বলেন, "ম্যাচের শুরুটা ভাল করতে চেয়েছিলাম। সেটাই হয়েছে। প্রত্যেক মুহূর্ত উপভোগ করেছি। স্পিনাররাও ভাল শুরু করে। তাই কাজ সহজ হয়ে যায়।"