সদ্য সৌদি আরবের জেড্ডায় বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। এবার নিলামে একাধিক পরিবর্তন হয়েছে বিভিন্ন দলে। এতদিন যেসব ফ্র্যাঞ্চাইজি সাফল্য পায়নি, তারা নতুন নতুন ক্রিকেটারকে দলে নিয়েছেন। আবার অনেকেই পুরনো ক্রিকেটারদের উপরই আস্থা রেখেছেন। অনেকেই নিলামে কোনও দলই পাননি। তাই প্রাক্তন টিম আস্থা রাখায় আবেগপ্রবণ অনেক ক্রিকেটার। কোন কোন ক্রিকেটার এবার তাঁদের পুরনো ফ্র্যাঞ্চাইজিকে ফিরেছেন!
রবিচন্দ্রন অশ্বিন
চেন্নাই সুপার কিংস এবার নিলামে কিনে ফেলেছে রবিচন্দ্রন অশ্বিনকে। নিলামে প্রাক্তন সদস্যের জন্য ৯ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে সিএসকে। ২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসে টিমে আইপিএল খেলছেন অশ্বিন। ২০১০ ও ২০১১ সালে চ্যাম্পিয়ন টিমেরও সদস্য তিনি। ২০১৫ সালে সিএসকে ছাড়েন। প্রথমে পঞ্জাব কিংস, পরে দিল্লি ক্যাপিটালসে যান অশ্বিন। এবার ফের ঘরে ফিরলেন তিনি।
গ্লেন ম্যাক্সওয়েল
পঞ্জাব কিংস তাঁর ঘরের মাঠ। ২০১৪-২০১৭ সাল, টানা পঞ্জাবে খেলেছেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ২০১৪ সালের আইপিএলে ৫৫২ রান করেন ম্যাড ম্যাক্স। স্ট্রাইক রেট ছিল ১৮৭.৭৫। গত চার মরশুমে আরসিবির হয়ে খেলেন অজি ক্রিকেটার। এই মরশুমে তাঁকে ৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছেন পঞ্জাব কিংস।
ট্রেন্ট বোল্ট
ঘরে ফিরলেন ট্রেন্ট বোল্টও। ২০২০ ও ২০২১ মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলতেন বোল্ট। গত তিন মরশুম রাজস্থান রয়্য়ালসে সাফল্যের সঙ্গেই খেলেছেন বোল্ট। ২০২০ আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বোল্ট। ১৫টি ম্যাচে ২৫ উইকেট তুলে নেন তিনি। গত কয়েক মরশুমেও রাজস্থানের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ছিলেন বোল্ট। এবার তাঁকে সাড়ে ১২ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে মুম্বই।
জোফরা আর্চার
২০১৮ সালে আইপিএল-এ অভিষেক করেন ইংরেজ ক্রিকেটার জোফরা আর্চার। তাঁকে কিনে নেয় রাদস্থান রয়্যালস। তিন মরশুমে ৪৬ উইকেটও তুলে নেন তিনি। ২০২১ ও ২০২২ সালে চোটের জন্য আইপিএলে খেলতে পারেননি। ২০২৩ সালে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। কিন্তু চোটের জন্য তেমন খেলতেই পারেননি গত দুটি মরশুমও। এবার ঘরের মাঠ রাজস্থানে ফিরলেন তিনি। সাড়ে ১২ কোটি টাকা দিয়ে আর্চারকে কিনে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
দেবদূত পাড্ডিকাল
RCB থেকেই আইপিএলে উত্থান। ২০২০ সালের IPL মরশুমে ৪৭৩ রান করেন দেবদূত পাড্ডিকাল। ২০২১ সালেও দুরন্ত রান করেন পাড্ডিকাল। মিনি নিলামে দেবদূত পাড্ডিকলকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। লখনউকে ৭টি ইনিংসে মাত্র ৩৮ রান করেন তিনি। আগামী মরশুমে ফের RCB টিমেই খেলবেন তিনি। অনুরাগীদের আশা, ঘরে ফিরে চেনা ছন্দে ফিরতে পারবেন দেবদূত।