ক্রিকেটপ্রেমীদের পাখির চোখ এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগেই রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U-19 World Cup)। আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই ছোটদের বিশ্বকাপ। সোমবার সেই বিশ্বকাপের সময়সূচি প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। গ্রুপ 'এ' তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আমেরিকা। আগামী ২০ই জানুয়ারি প্রথমবার মাঠে নামবে ভারত প্রতিপক্ষ বাংলাদেশ। ভারতের দ্বিতীয় ম্যাচ রয়েছে ২৫ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ২৮ জানুয়ারি ভারতকে তৃতীয় ম্যাচ খেলতে হবে আমেরিকার বিরুদ্ধে।
আরও পড়ুন - শ্রেয়সের কাছে আবদার নিয়ে গ্যালারিতে অনুরাগী, কিন্তু 'কথা রাখা' হল না আইয়ারের
আগামী বছরে ছোটদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু বিশ্বকাপের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সে দেশের সরকার হস্তক্ষেপ করায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইসিসি। এরপরই ছোটদের বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রায় এক মাসব্যাপী এই ম্যাচের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি।