ম্যাচ তখন সদ্য শেষ হয়েছে । বিশ্বকাপ (U19 Womens T20 World Cup India ) জয়ের আনন্দে ভাসছে হাওড়া (Howrah), চুঁচুড়া (Chinsurah) , শিলিগুড়ি (Siliguri) । তাঁদের ঘরের মেয়েরা বিশ্বকাপ জিতেছে । ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন হৃষিতা বসু, তিতাস, রিচা ঘোষেরা । তাইতো রবিবার রাত পর্যন্ত হাওড়ার অলিতে-গলিতে চলল বাজি পোড়ানো, জলপাইগুড়ি, চুঁচুড়ায় হল মিষ্টিমুখ ।
মেয়ে রিচা ঘোষের জন্য গর্বিত মা স্বপ্না ঘোষ । ভারত জিতেছে, খুশি হয়েছেন তিনি । তিতাস ম্যাচের সেরা হয়েছেন । খুশি তাঁর বাবা থেকে কোচ এবং পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা । তাঁদের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁরা । শুধু বাংলা নয়, আজ সারা দেশের গর্ব তিতাসরা ।
আরও পড়ুন, U19 Womens T20 World Cup India : বিশ্বকাপজয়ী মেয়েদের বিশেষ সম্মান, ৫ কোটির পুরস্কার ঘোষণা BCCI-এর
উল্লেখ্য, রবিবার T20 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের প্রথম উইকেটই তুলে নেন তিতাস। বিশ্বকাপে তাঁর ঝুলিতে মোট ৬ উইকেট। মেগা ফাইনালে তাঁর গতিতে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তবে এদিন তিতাস ছাড়াও বাংলার আরও দুই তারকা ক্রিকেটার গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। উইকেটের পিছনে ছিলেন রিচা ঘোষ। একেবারে শেষের দিকে নেমে অপরাজিত থাকলেন বাংলার আরেক কন্যা হৃষিতা বসু।