আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এবার খেলতে পারবে উগান্ডা। জিম্বাবোয়ে ও কেনিয়াকে পিছনে ফেলে দিয়ে চলতি বছরে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা (Uganda)।
বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে উগান্ডা। এর আগে তিনবার বাছাইপর্ব খেলেছিল উগান্ডা। অবশেষে চতুর্থ বারে সাফল্য এল।
আরও পড়ুন - মাঠেই এল না মোহনবাগান, না খেলেই কলকাতা লিগে ডার্বি জয় ইস্টবেঙ্গলের
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মোট ১০টি ভেন্যুতে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আয়োজন করা হয়েছে। এই মেগা ইভেন্টে খেলবে মোট ২০টি দল। এই কুড়িটি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে।
কোন কুড়িটি দল খেলবে?
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নামিবিয়া, উগান্ডা, কানাডা, নেপাল, ওমান, পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।