অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০১ রানে জয় পেল টিম ইন্ডিয়া। এর ফলে সুপার সিক্সে পৌঁছে গেল ভারতের যুব দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ১১৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন মুসির খান। এছাড়াও ক্যাপ্টেন উদয় সাহারণ ৭৫ রান করেন। ভারতের সংগ্রহে আসে ৭ উকেটে মোট ৩০১ রান। পরে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। অবশেষে ১০০ রানে শেষ হয় তাদের ইনিংস।