শুরু হয়ে গেল T20 বিশ্বকাপ। প্রথম ম্যাচেই জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল আমেরিকা। কানাডার বিরুদ্ধে ৭ উইকেটে জয় আয়োজক দেশের। দুরন্ত ব্যাটিং মার্কিন ব্যাটসম্যান অ্যারন জোনসের। তাঁর ব্যাট থেকে এল ৪০ বলে ৯৪ রানের ইনিংস।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নয় আমেরিকা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে কানাডা। নবনীত ধালিওয়াল ৬১ রান করেন। ২১ বলে ৫১ রান করেন নিকোলাস কিরতন।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় আমেরিকা। কিন্তু অ্যারন জোনসের বিধ্বংসী ব্যাটিংয়ে ছন্নছাড়া হয়ে যান কানাডার বোলাররা। সংযুক্ত দেশগুলির প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনও T20 ম্যাচে এক ইনিংস ১০টি ছয় জোনসের। আমেরিকার আরেক ব্যাটসম্যান আন্দ্রিস গাউজও ৬৫ রান তোলেন।