আমেদাবাদ টেস্টের প্রথম দিনই চালকের আসনে অস্ট্রেলিয়া। চার উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছেন স্মিথ ব্রিগেড। সেঞ্চুরি উসমান খোয়াজার। ভারতের হয়ে ২ উইকেট মহম্মদ শামির।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ওপেনিং জুটিতেই ৬১ রানের পার্টনারশিপ করেন খোয়াজা ও ট্রেভিস হেড। ১০৪ রান করে দিনের শেষে অপরাজিত উসমান খোয়াজা। তবে ১৩৫ বলে ৩৮ রান করে আউট হন স্টিভ স্মিথ। ১৭ রানে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। খোয়াজার সঙ্গে ক্রিজে আছেন ক্যামেরুন গ্রিন।
আরও পড়ুন: চতুর্থ টেস্টে মধ্যাহ্নভোজের পর চালকের আসনে অস্ট্রেলিয়া, মরিয়া ভারত
ভারতের হয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। একটি উইকেট অশ্বিনের, একটি রবীন্দ্র জাদেজার।