আইপিএলের নিলামে রেকর্ড গড়ল কলকাতা নাইট রাইডার্স। এতদিনের নিলামে এত পরিমাণ টাকা দিয়ে কোনও ক্রিকেটারকে কেনেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। পুঁজি ছিল ৩২ কোটি টাকা। তার মধ্যে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা। কী পরিকল্পনা কাজ করছিল, নিলামের মধ্যেই জানালেন দলের সিইও বেঙ্কি মাইসর।
স্টার্ক ছাড়াও শ্রীকর ভরত ও চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কেকেআর। বেঙ্কি মাইসর জানান, কোন ফ্র্যাঞ্চাইজি কীভাবে খরচ করবে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। পরিকল্পনা অনুযায়ী, স্টার্ককে দলে নেওয়া হয়েছে বলে জানান বেঙ্কি মাইসর। স্টার্কের আগেও বেশ কিছু ক্রিকেটারকে কেনার জন্য বিড করেছিল কলকাতা। কিন্তু সফল হতে পারেনি।
কেকেআরের সিইও জানান, স্টার্ক দুরন্ত ক্রিকেটার। কাউকে পেতে গেলে কাউকে তো হারাতেই হয়। ওকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত ঝাঁপিয়েছে কলকাতা। গম্ভীর ও চন্দ্রকান্ত পন্ডিতকেও ধন্যবাদ জানান তিনি।