একটা ঐতিহাসিক ইনিংস। তাতেই আইসিসি-র ক্রমতালিকায় ফের বিরাটেকে প্রথম দশে জায়গা করে দিল। গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ৮২ রান, টি-টোয়েন্টি ব্য়াটারদের তালিকায় ৯ নম্বরে নিয়ে জায়গা করে দিল বিরাট কোহলিকে। গত সপ্তাহের তালিকায় ১৫ নম্বরে ছিলেন প্রাক্তন অধিনায়ক। বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসি-র ক্রমতালিকা।
বিশ্বকাপের আগে থেকেই বিরাটের ফর্ম নিয়ে চিন্তা চলছিল। কিন্তু পাকিস্তান ম্য়াচে তাঁর ব্যাট আপাতত সব সমালোচকদের জবাব দিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী দাবি করেছেন, মেলবোর্নে বিরাট যে ভাবে ব্য়াট করেছেন, তাতে আগামী ১০ বছর তা মনে থাকবে। সেইসঙ্গে বিরাটের হয়ে ব্যাট ধরে সমালোচকদেরও সমালোচনা করেন শাস্ত্রী।
এদিন প্রকাশিত তালিকায় টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। দ্বিতীয় স্থানে নিউজল্য়ান্ডের কোনওয়ে, তৃতীয়স্থানে ভারতের সূর্য কুমার যাদব এবং চার নম্বরে পাক অধিনায়ক বাবর আজম।