মাঠে চূড়ান্ত আগ্রাসন। একে অন্যের দিকে তেড়ে গেলেন। আইপিএলে বিরাট-গম্ভীরের (Virat-Gambhir Fight) লড়াইয়ের চিরাচরিত ধারা বজায় থাকল সোমবারও। এই ঘটনায় একেবারেই খুশি নয় আইপিএল গর্ভনিং কাউন্সিল (IPL Governing Councill)। কোড অফ কন্ডাক্টে (IPL Code Of Coduct) দুই ক্রিকেটারকেই ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে আফগান প্লেয়ার নবীন উল হকের।
আইপিএল থেকে আগেই অবসর নিয়ে ফেলেছেন গৌতম গম্ভীর। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। কিন্তু মাঠে বিরাটকে দেখেই তেড়ে যান গম্ভীর। বিরাটও পাল্টা এগিয়ে আসেন। দুই ক্রিকেটারকে থামান সতীর্থরা। আইপিএল কোড অফ কনডাক্টে লেভেল ২ অফেন্স করেছেন দুই তারকা।
আরও পড়ুন: ফের বিবাদে বিরাট-গম্ভীর, ম্যাচের পর মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় দুই তারকার
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কাইলি মেয়ার্সের সঙ্গে কথা বলছিলেন বিরাট কোহলি। গম্ভীর তাঁকে সেখান থেকে টেনে নিয়ে যান। এরপরই মেজাজ হারান বিরাট।