ঘরোয়া ক্রিকেটকে উপেক্ষা করা যাবে না। এই নিয়ে কয়েকদিন আগে দুই 'অবাধ্য' ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও ইশান কিষাণকে প্রশ্নের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক টেস্ট সিরিজের আগে সেপ্টেম্বেরেই শুরু ঘরোয়া ক্রিকেট। ৫ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলীপ ট্রফি। তবু ছবিটা বদলাল না। এই ঘরোয়া সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা না। খেলতে পারবেন না জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন।
ঘরোয়া ক্রিকেটে বিরাট ও রোহিত খেলবেন না কিনা, সোমবার পর্যন্ত জানাতে পারেনি বিসিসিআই। কিন্তু জানা গিয়েছিল, দলীপ ট্রফিতে নেই রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রীত বুমরা। জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর চেয়েছিলেন, বোর্ডের চুক্তিতে থাকা সব ক্রিকেটারই দলীপ ট্রফি খেলুক। সেই লক্ষ্যে দলীপ ট্রফির ম্যাচ সরিয়ে দেওয়া হয়, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এদিকে চেন্নাইয়ে ইতিমধ্যে বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতি শিবির করছে বোর্ড। কিন্তু মঙ্গলেই এল দুঃসংবাদ। জানা গিয়েছে, দলীপ ট্রফিতে খেলবেন না বিরাট কোহলি ও রোহিত শর্মাও।
বোর্ড সূত্রে ইঙ্গিত, বিরাট-রোহিতরা না খেললেও শুভমান গিল, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব-সহ বাকি ক্রিকেটাররা দলীপ ট্রফি খেলবেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শেষ পর্বের রিহ্যাবে আছেন মহম্মদ শামি। তিনিও দলীপ ট্রফিতে খেলতে পারেন বলে জানা গিয়েছে। তবে শামিকে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি বোর্ড।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। অক্টোবরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ডিসেম্বরে বর্ডার গাভাসকর ট্রফিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। নতুন কোচ গৌতম গম্ভীরের কাছে আগামী কয়েকটি মাস তাই অগ্নিপরীক্ষা। এরই মাঝে দলীপ ট্রফি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন রোহিত-বিরাটরা।