গত জানুয়ারির পর ফের টেস্ট খেলতে নামছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলকের সামনে আছেন বিরাট। এবার বাংলাদেশ টেস্টে মাত্র ৫৮ রান করলেই সচিনের রেকর্ডও ভেঙে দেবেন বিরাট কোহলি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ছিলেন না বিরাট। দ্বিতীয় সন্তান হওয়ার কথা ছিল তাঁর। সেই সময় পরিবারের পাশে থাকতে চেয়েছিলেন। তাই বিসিসিআইয়ের কাছে ছুটিরও আবেদন করেন বিরাট। সেই আবেদন মঞ্জুর হয়। ঘরের মাঠে জানুয়ারির পর কোনও টেস্ট সিরিজে নামবেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির রান সংখ্যা ২৬,৯৪২। আর মাত্র ৫৮ রান করলেই মাইলফলক স্পর্শ করবেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রান করার রেকর্ড গড়বেন বিরাট। ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এই রান করার কৃতিত্ব আছে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের। তবে দ্রুততম ২৭ হাজার রান আসবে বিরাটের ব্যাট থেকেই।
শুধু এই রেকর্ড নয়, টেস্ট ক্রিকেটে আরও একটি মাইল ফলকের সামনেও দাঁড়িয়ে আছেন বিরাট। প্রয়োজন ১৫২ রান। বাংলাদেশ টেস্টে যদি দুটি টেস্টে এই রান করে ফেলেন, টেস্ট ক্রিকেটে বিরাটের ৯০০০ রান পূর্ণ হবে। ভারতীয় হিসেবে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর ও রাহুল দ্রাবিড় ৯০০০ রানের মাইল ফলক ছুঁয়েছেন। চতুর্থ ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়তে পারেন বিরাট।