এরপরেও কী বলা হবে সেই প্রবাদের কথা। যে স্কোরবুক গাধা। বিরাট ব্যর্থতাকে সম্বল করেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হল কোহলির সফরনামা। গত কয়েক দিন ধরে একটা সুর উঠেছিল। রাজা ফিরছেন। রবি শাস্ত্রী থেকে রিকি পন্টিং, মার্ক ও থেকে ব্রেট লি, প্রায় সবার গলায় এই গান শোনা যাচ্ছিল।
বাস্তবে এসবই ঢকানিনাদ। ঠিক কথা বলেছিলেন ইয়ান হিলি। অজি বোলারদের প্রাক্তন উইকেটকিপারের পরামর্শ ছিল, বিরাটকে যদি জলদি ফেরাতে হয়, তাহলে গায়ে টিপ করে বল করতে হবে। আর সেই কাজটাই পার্থের বাইশ গজে করে দেখালেন জস হ্যাজেলউড।
একটা সময় ছিল যখন শটপিচ ডেলিভারিতে বিরাটকে বিট করা ছিল দুর্ভেদ্য বিষয়। গত কয়েক বছরে এই দৃশ্য বদলে গিয়েছে। ঘরে-বাইরে সব পিচেই বিরাটের কাছে আতঙ্ক হয়ে যাচ্ছে এই ডেলিভারি। যা স্পষ্ট করছে তাঁর ফর্ম হারানোর ছবিটা।
তাহলে কি রাজ্যপাঠ হারাতে চলেছেন রাজা ? ইঙ্গিত তো তাই পাওয়া যাচ্ছে। পাঁচ বছর আগে এই পার্থে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর ব্যাট থেকে এসেছিল শেষ শতরান। সেটা ছিল ওয়াকা। আর এবার ভিন্ন বাইশ গজ।
তাঁর ব্যাটিং দেখে অনেক প্রাক্তনরাই বলতে শুরু করেছেন, সময়ে এসে গিয়েছে নতুনদের জায়গা ছেড়ে দেওয়ার। তাই, অস্ট্রেলিয়া সফরের পরেই লাল বল থেকেও নিজেকে সরিয়ে নেওয়া উচিত বিরাটের। কারণ, তিনি সচিন তেন্ডুলকর নন।