অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এশিয়া কাপে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে T20 ম্যাচে এল সেঞ্চুরি (71th International Cenutyr)। ওভার বাউন্ডারি মেরে পূরণ করলেন শতরান। এদিন ম্যাচে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি পেলেন তিনি।
এশিয়া কাপের শুরুর দিকে ছন্দে দেখা যায় বিরাট। চেনা মেজাজে না ফিরলেও রান আসছিল বিরাটের ব্যাটে। অবশেষে শতরান পেলেন বিরাট। ১০২০ দিন পর আফগানিস্তান ম্যাচে অবশেষে স্বস্তি। ২০১৯ সালে ২৩ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষবার শতরান করেন বিরাট। এরপর থেকে আর সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। বারবার হতাশ হয়েছে তাঁকে। বৃহস্পতিবার তাঁর শতরানে যেন স্বস্তি পেলেন বিরাট অনুরাগীরা।
আরও পড়ুন: আফগানিস্থানের বিরুদ্ধে বাবরদের জয় এশিয়া কাপ থেকে ছিটকে দিল ভারতকে
এদিন এশিয়া কাপের বিরাটের সেঞ্চুরির পর প্রথম ইনিংসে ২১২ রান তোলে টিম ইন্ডিয়া। বিরাট ছাড়াও ৪১ বলে ৬২ রান করেন কেএল রাহুল। ২০ রান করে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ।